ইউরোপের দেশ ৫০ টি নয়। সাধারণত ৪৪ টি দেশকে ইউরোপের অংশ হিসেবে গণ্য করা হয়, যাদের সার্বভৌমত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
কিছু অঞ্চল যেমন কসোভো, যার স্বাধীনতা সব দেশ স্বীকার করে না, সেগুলো এই সংখ্যার তারতম্যের কারণ হতে পারে। এছাড়াও, রাশিয়া, তুরস্ক, কাজাখস্তান, আজারবাইজান, জর্জিয়া, এবং আর্মেনিয়ার মতো দেশগুলির কিছু অংশ ইউরোপে অবস্থিত, কিন্তু এদের সম্পূর্ণভাবে ইউরোপীয় দেশ হিসেবে গণ্য করা হয় না।
৪৪ টি দেশই সাধারণভাবে ইউরোপ মহাদেশের অন্তর্গত বলে স্বীকৃত।
৪৪ টি সর্বজনস্বীকৃত দেশগুলো হচ্ছেঃ
ক্রমিক নম্বর
|
দেশের নাম
|
১
|
আলবেনিয়া
|
২
|
আন্দোরা
|
৩
|
অস্ট্রিয়া
|
৪
|
বেলারুশ
|
৫
|
বেলজিয়াম
|
৬
|
বসনিয়া ও হার্জেগোভিনা
|
৭
|
বুলগেরিয়া
|
৮
|
ক্রোয়েশিয়া
|
৯
|
সাইপ্রাস
|
১০
|
চেক প্রজাতন্ত্র
|
১১
|
ডেনমার্ক
|
১২
|
এস্তোনিয়া
|
১৩
|
ফিনল্যান্ড
|
১৪
|
ফ্রান্স
|
১৫
|
জর্জিয়া
|
১৬
|
জার্মানি
|
১৭
|
গ্রিস
|
১৮
|
হাঙ্গেরি
|
১৯
|
আইসল্যান্ড
|
২০
|
আয়ারল্যান্ড
|
২১
|
ইতালি
|
২২
|
লাটভিয়া
|
২৩
|
লিচেনস্টেইন
|
২৪
|
লিথুয়ানিয়া
|
২৫
|
লুক্সেমবার্গ
|
২৬
|
মাল্টা
|
২৭
|
মলডোভা
|
২৮
|
মোনাকো
|
২৯
|
মন্টেনেগ্রো
|
৩০
|
নেদারল্যান্ডস
|
৩১
|
উত্তর মেসিডোনিয়া
|
৩২
|
নরওয়ে
|
৩৩
|
পোল্যান্ড
|
৩৪
|
পর্তুগাল
|
৩৫
|
রোমানিয়া
|
৩৬
|
রাশিয়া
|
৩৭
|
সান মারিনো
|
৩৮
|
সার্বিয়া
|
৩৯
|
স্লোভাকিয়া
|
৪০
|
স্লোভেনিয়া
|
৪১
|
স্পেন
|
৪২
|
সুইডেন
|
৪৩
|
সুইজারল্যান্ড
|
৪৪
|
যুক্তরাজ্য
|