প্রথম মহাকাশ যানের নাম কি?
স্পুটনিক ১ হল ইতিহাসে প্রথম কৃত্রিম উপগ্রহ যা মহাকাশে প্রেরণ করা হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন ১৯৫৭ সালের ৪ অক্টোবর এই উপগ্রহটি উৎক্ষেপণ করে। এই ঘটনা মহাকাশ যুগের সূচনা বলে গণ্য করা হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মহাকাশ দৌড়ের সূত্রপাত ঘটায়।
স্পুটনিক ১ যদিও প্রথম কৃত্রিম উপগ্রহ ছিল, প্রথম মানুষবাহী মহাকাশযান ছিল ভস্টক ১। ১৯৬১ সালের ১২ এপ্রিল সোভিয়েত ইউনিয়ন এই মহাকাশযানটি উৎক্ষেপণ করে এবং সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিন পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করে ইতিহাস গড়েন।
132 টি প্রশ্ন
134 টি উত্তর
2 টি মন্তব্য
2 জন সদস্য