সহবাসের নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এইভাবে সহবাস করলে সন্তান হবে আর এভাবে করলে হবে না। যেভাবেই সহবাস করা হোক না কেন মেয়েদের যোনি পথের ভিতরে শুক্রানু বা বীর্য প্রবেশ করলেই স্বাভাবিক ভাবে নিষিক্তকরণের স্বাভাবিক প্রক্রিয়া শুরু হয়ে যায়।
নিষিক্তকরণ বা সন্তান প্রসবের সাধারণ প্রক্রিয়া গুলো হলোঃ
-
শুক্রাণু ও ডিম্বাণু: পুরুষের শরীরে শুক্রাণু এবং মহিলার শরীরে ডিম্বাণু উৎপন্ন হয়।
-
সহবাস: সহবাসের সময় পুরুষের শুক্রাণু যোনির মধ্যে নিঃসৃত হয়।
-
নিষিক্তকরণ: শুক্রাণু যোনির মধ্য দিয়ে ডিম্বনালীতে যায় এবং ডিম্বাণুকে নিষিক্ত করে। নিষিক্ত ডিম্বাণু গর্ভাশয়ের দেয়ালে আটকে যায় এবং গর্ভধারণ হয়।
-
গর্ভধারণ: নিষিক্ত ডিম্বাণু থেকে ভ্রূণ গঠন হয় এবং গর্ভাশয়ে বেড়ে ওঠে।
-
জন্ম: প্রায় ৯ মাস পরে গর্ভবতী মহিলা সন্তান প্রসব করেন।