এখন পর্যন্ত সূর্যে কোনো বস্তু পৌছাতে পারেনি। সুর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ১০ হাজার ডিগ্রি ফারেনহাইট। তবে অবাক করার মতো বিষয় হলো সূর্যের বায়ুমন্ডলের সবথেকে বাহিরের যে অংশ "করোনা" এর তাপমাত্রা প্রায় ১ মিলিয়ন ডিগ্রী ফারেনহাইট যা সুর্য পৃষ্ঠের তাপমাত্রার তুলনায় প্রায় ১০০০ গুণ বেশি। মাঝে মাঝে এই স্তরের তাপমাত্রা ৩.৫ মিলিয়ন ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে।
এই তাপকে সহ্য করে সূর্যের সব কয়টি স্তর পার করে সূর্যের পৃষ্ঠকে স্পর্শ করতে পারবে এরকম কোনো ধাতু এখন পর্যন্ত আবিষ্কার হয় নি। তবে এখন পর্যন্ত সূর্যের সব থেকে কাছাকাছি যেতে পেরেছে নাসার Solar Probe মহাকাশযান। এটি সুর্যের বায়ুমন্ডলের সবথেকে বাহিরের অংশ "করোনা" তে প্রবেশ করতে পেরেছিলো ২০২১ সালে। এর আগে কোনো মহাকাশ যান সূর্যের এতো কাছে যেতে পারে নি।
তাই সূর্যের উদ্দেশ্যে যদি কয়েকটা পারমানবিক বোমা ছুড়ে দেওয়া হয় তাহলে সূর্যের কিছুই হবে না। কারণ এতো পরিমাণ তাপ সহ্য করতে পেরে সূর্যের কাছে যাওয়ার আগেই সেটি বোমা বিস্ফোরিত হয়ে যাবে। সূর্য পর্যন্ত এটি কখনো পৌছাতে পারবে না। সূর্য পর্যন্ত পৌছানো তো দুরেই থাক সুর্যের কাছাকাছি যাওয়ার আগেই এটি বিস্ফোরিত হয়ে যাবে। কোনো লাভই হবে না।
সুর্য সম্পর্কে আরোও জানুনঃ https://science.nasa.gov/sun/facts/
নাসার সোলার প্রোব মিশন সম্পর্কে জানুনঃ https://science.nasa.gov/mission/parker-solar-probe/