হ্যা, ছাদে পানি রাখলে আপনার রুমের গরম কিছুটা কমতে পারে।
কংক্রিটের ছাদ দিনের বেলা সূর্য থেকে তাপ শোষণ করে আর নিচের দিকের রুম গুলোতে সেই তাপ রিলিজ করতে পারে। তাই ছাদের সব থেকে নিচের রুমগুলোতে গরম সবথেকে বেশি থাকে। কিন্তু আপনি যদি আপনার বাসার ছাদে পানি রাখেন তাহলে কিছুটা উপকারই হবে। পানিও সুর্যের তাপ শোষণ করে কিন্তু কংক্রিটের ছাদের মতো সেটা আর নিচেরে দিকে রিলিজ করে না। পানি যখন বাষ্পে পরিণত হয়, তখন সেটি ছাদ থেকে তাপ শুষে নেয় আর একে বলে Evaporative Cooling Effect।
ফলে ছাদের নিচে থাকা রুম গুলো তুলনামূলক ঠান্ডা থাকে। আবার ছাদে পানি রাখলে সুর্যের তাপ সরাসরি কংক্রিটের উপর আসতে পারে না, কারণ কংক্রিটের উপরে একটা পানির স্তর থাকে তখন। এজন্য ছাদ তখন তুলনামূলক কম তাপ শোষণ করতে পারে।
147 টি প্রশ্ন
149 টি উত্তর
2 টি মন্তব্য
2 জন সদস্য