পৃথিবী থেকে মহাকাশের কোন নির্দিষ্ট দূরত্ব নেই।
একটি সাধারণ ভুল ধারণা হল পৃথিবী থেকে একটা নির্দিষ্ট দূরত্ব গেলে আমরা মহাকাশে পৌঁছে যাব। আসলে, পৃথিবীর বায়ুমণ্ডল ধীরে ধীরে পাতলা হয়ে যায় এবং একটা নির্দিষ্ট সীমা নেই যেখানে বলা যাবে আমরা মহাকাশে প্রবেশ করেছি।
তবে কিছু গুরুত্বপূর্ণ সীমা আছে:
-
কারম্যান লাইন: সাধারণত ১০০ কিলোমিটার উচ্চতাকে কারম্যান লাইন বলা হয়। এই উচ্চতার পরে একটি বাহনকে পৃথিবীর চারপাশে ঘুরতে রাখার জন্য যথেষ্ট বেগ প্রয়োজন হয়। অর্থাৎ, এই উচ্চতার পর থেকেই একটি বস্তুকে কৃত্রিম উপগ্রহ বলা যেতে পারে।
-
বায়ুমণ্ডলের শেষ সীমা: বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর, এক্সোস্ফিয়ার, এর কোন স্পষ্ট সীমা নেই। তবে, সাধারণত ৭০০ থেকে ১০০০ কিলোমিটার উচ্চতাকে বায়ুমণ্ডলের শেষ সীমা ধরা হয়।