সাধারণ ডট নেটে আপনাকে স্বাগতম! রেজিষ্ট্রেশন করে আজই আমাদের পরিবারের সদস্য হয়ে যান...
0 টি পছন্দ 0 টি অপছন্দ
303 বার দেখা হয়েছে
avatar (634 পয়েন্ট) বিজ্ঞানী ও আবিষ্কার বিভাগে
সর্বপ্রথম বই কে আবিষ্কার করেন? তার নাম কি?

2 টি উত্তর

0 টি পছন্দ 0 টি অপছন্দ
avatar (634 পয়েন্ট)
বইয়ের আবিষ্কারকে নির্দিষ্ট কোনো ব্যক্তির হিসেবে চিন্তা করা কঠিন, কারণ এটি দীর্ঘ একটি প্রক্রিয়ার ফলাফল। কেউ একক ভাবে বই আবিষ্কার করেন নি। মানুষের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের হাতে বই চলে আসে। তবে, প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে মিসরীয়রা প্যাপিরাস উদ্ভাবন করেছিল, যা বইয়ের আদিরূপ হিসাবে বিবেচনা করা হয়। তারা প্যাপিরাসে লিখে স্ক্রল আকারে সংরক্ষণ করতো।

আধুনিক অর্থে বইয়ের আবিষ্কারের ক্ষেত্রে চীনের হান রাজবংশের সময় (খ্রিস্টপূর্ব ২য় শতক থেকে খ্রিস্টীয় ২য় শতক) কাগজের আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিলো। কারণ যার উপর লিখবে সেটাই তো তখন পর্যন্ত আবিষ্কার হয় নি। এর আগে মানুষ পাথর, পাতা, মাটি বিভিন্ন জায়গায় লিখতো যার কারণে সেগুলো স্থানান্তর করা খুব কঠিন ছিল। কাগজের আবিষ্কার এই সমস্যার সমাধান দেয়। পরবর্তীতে ১৫তম শতকে জার্মানির যোহানেস গুটেনবার্গ মুদ্রণযন্ত্র বা ছাপাখানা উদ্ভাবন করেন, যা ব্যাপকভাবে বই ছাপানোর প্রক্রিয়াকে সহজ করে দেয়। এর ফলে বই উৎপাদন বৃদ্ধি পায়।

তাই বলা যায়, বই এর আবিষ্কারক কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয়। এটি অনেক দীর্ঘ একটা সভ্যতার ফসল।
0 টি পছন্দ 0 টি অপছন্দ
avatar (120 পয়েন্ট)

মানব সভ্যতার অগ্রযাত্রায় বইয়ের ভূমিকা অতুলনীয়। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে, চিন্তার নতুন নতুন দিগন্ত উন্মোচন করতে এই নীরব বিপ্লবী সর্বদা নির্বিকার। ক্ষণস্থায়ী কাগজের পাতায় লেখা কথা, গল্প, কবিতা, বিজ্ঞান, দর্শন; মানুষের চিন্তা ও জ্ঞানের এই অমূল্য সম্পদ ধারণ করে বই কালের সাক্ষী হয়ে টিকে থাকে। আজ আমরা সেই মহান আবিষ্কারের ইতিহাস, বিকাশ ও অনন্য ভূমিকা নিয়ে আলোচনা করব।


বই শব্দের উৎপত্তি ও বিবর্তন

"বই" শব্দটির উৎপত্তি আরবি "বহি" থেকে। ইংরেজিতে এর প্রতিশব্দ "book", যার উৎপত্তি প্রাচীন জার্মান শব্দ "*bōk-" থেকে। মজার ব্যাপার হলো, স্লাভীয় ভাষায় "буква" (বুকভা) শব্দের অর্থ ‘অক্ষর’, যা "বীচ" গাছের সাথে সম্পর্কিত। রুশ, সার্বীয় এবং ম্যাসেডোনীয় ভাষায় "букварь" (বুকভার) বা "буквар" (বুকভার) হলো প্রাথমিক স্কুলের পাঠ্যপুস্তক, যা ছোটদের পড়া ও লেখার মৌলিক শিক্ষা দেয়। এ থেকে ধারণা করা হয়, প্রাচীন ইন্দো-ইউরোপীয়রা বীচ কাঠে লেখালেখি করত। ল্যাটিন ভাষায় "codex" (কোডেক্স) শব্দের অর্থ ছিল ‘কাঠের ব্লক’। বর্তমানে কোডেক্স বলতে বাঁধাই করা, পৃথক পাতাসহ বই বোঝায়।


লেখার মাধ্যমের বিবর্তন

খ্রিস্টপূর্ব ৩৫০০ সালের দিকে মিশরীয়রা প্যাপিরাস নামক এক ধরনের কাগজ আবিষ্কার করে। প্যাপিরাস গাছের কাণ্ড থেকে তৈরি এই কাগজে তারা বিভিন্ন ঘটনাবলি, হিসাব-নিকাশ, ধর্মীয় গ্রন্থ লিপিবদ্ধ করত। গ্রিক এবং রোমানরাও পরে এই প্রযুক্তি গ্রহণ করে।
খ্রিস্টপূর্ব ২৪০০ সালের দিকে চর্ম ব্যবহার শুরু হয়। বাছুর, ভেড়া বা ছাগলের চামড়া প্রক্রিয়াজাত করে তাতে লেখা হতো। ১০৫ খ্রিস্টাব্দে মোমের উপর লেখার প্রচলন ঘটে। এর পাশাপাশি চীনারা জিনিসপত্র মোড়ানোর জন্য কাগজ ব্যবহার করত। ৬০০ খ্রিস্টাব্দের দিকে চীনা ও ইউরোপীয়রা লেখার সাথে ছবি ব্যবহার শুরু করে। ৮৬৮ খ্রিস্টাব্দে চীনে প্রথম ছবিসহ বই ছাপানো হয়।


ছাপা বইয়ের সূচনা ও গুটেনবার্গের অবদান

১২৫০ খ্রিস্টাব্দের দিকে মিশরে এবং ১৪৫০ খ্রিস্টাব্দের আগে ইউরোপের কিছু স্থানে অক্ষর বসিয়ে বই ছাপানো শুরু হয়। তবে এশিয়ায় তখনও গাছের বাকল, কলাপাতা বা তালপাতায় হাতে লেখা পুঁথির প্রচলন ছিল।
আধুনিক ছাপা বইয়ের জনক জোহান গুটেনবার্গ। ১৪৫৫ সালে তিনি তার আবিষ্কৃত ছাপাখানায় বাইবেল ছাপান। ৪২ লাইনের এই বাইবেল "গুটেনবার্গ বাইবেল" নামে বিখ্যাত। গুটেনবার্গের এই আবিষ্কার মানব সভ্যতার ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন আনে। 


বই: জ্ঞানের অপ্রতিরোধ্য প্রবাহ

গুটেনবার্গের আবিষ্কারের পর থেকে বই জ্ঞান বিস্তারের প্রধান মাধ্যমে পরিণত হয়। বিজ্ঞান, দর্শন, ইতিহাস, সাহিত্য সহ সকল ক্ষেত্রেই বইয়ের অবদান অস্বীকার করা যায় না। বই কেবল আমাদের জ্ঞান বৃদ্ধি করে না, পাশাপাশি আমাদের চিন্তাশক্তির বিকাশ ঘটায়, মন ও মননকে প্রসারিত করে।


একটি ক্ষুদ্র বীজ যেমন একটি বিশাল গাছে পরিণত হয়ে অসংখ্য ফল ধারণ করে, তেমনি একটি বই পরিণত হতে পারে অসংখ্য মানুষের জ্ঞানের উৎসে। তাই আসুন, আমরা সকলেই বই পড়ি, বইকে ভালবাসি এবং বইয়ের মাধ্যমে আত্মোন্নয়নের পথ সুগম করি।

এরকম আরও প্রশ্ন

0 টি পছন্দ 0 টি অপছন্দ
1 টি উত্তর 139 বার দেখা হয়েছে
আব্দুল্লাহ আল মাসুদ (634 পয়েন্ট) বিজ্ঞানী ও আবিষ্কার বিভাগে 16 সেপ্টেম্বর, 2024 প্রশ্ন করেছেন
0 টি পছন্দ 0 টি অপছন্দ
2 টি উত্তর 240 বার দেখা হয়েছে
আব্দুল্লাহ আল মাসুদ (634 পয়েন্ট) গণিত বিভাগে 16 সেপ্টেম্বর, 2024 প্রশ্ন করেছেন
0 টি পছন্দ 0 টি অপছন্দ
1 টি উত্তর 48 বার দেখা হয়েছে
0 টি পছন্দ 0 টি অপছন্দ
1 টি উত্তর 108 বার দেখা হয়েছে
0 টি পছন্দ 0 টি অপছন্দ
1 টি উত্তর 101 বার দেখা হয়েছে
আব্দুল্লাহ আল মাসুদ (634 পয়েন্ট) কবি ও সাহিত্য বিভাগে 24 জানুয়ারি প্রশ্ন করেছেন
সাধারণ প্রশ্ন-উত্তর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে আপনি আপনার বিভিন্ন বিষয়ে ব্যক্তিগতসহ যেকোনো সমস্যার সমাধান চেয়ে প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নের উত্তর দিয়ে সহযোগীতা করতে পারবেন। আজই আমাদের সাথে শুরু করে দিন আপনার পথচলা।
...