সাধারণ ডট নেটে আপনাকে স্বাগতম! রেজিষ্ট্রেশন করে আজই আমাদের পরিবারের সদস্য হয়ে যান...
avatar
0 টি পছন্দ 0 টি অপছন্দ

শুন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যার অস্তিত্ব বিলীন হয়ে যায় কেন?

শুন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যার অস্তিত্ব বিলীন হয়ে যায় কেন?

1 টি উত্তর

avatar
0 টি পছন্দ 0 টি অপছন্দ

প্রথমত, গুণ মানে কী সেটা একটু বুঝা যাক। যখন আমরা বলি ৭ * ৩, এর মানে হলো ৭ কে ৩ বার যোগ করা: ৭ + ৭ + ৭ = ২১। একইভাবে, ৩ * ৭ মানে হলো ৩ কে ৭ বার যোগ করা: ৩ + ৩ + ৩ + ৩ + ৩ + ৩ + ৩ = ২১।

এখন, যখন আমরা বলি ৭ * ০, এর মানে হলো ৭ কে ০ বার যোগ করা। যেহেতু আমরা একবারও যোগ করছি না, তাই আমাদের কাছে কিছুই নেই। সুতরাং, ফলাফল হবে ০। যদি আমরা ৭ কে একবার গুণ করতাম তাহলে হয়ে যোগফল ৭ হয়ে যেতো।


অন্যভাবে চিন্তা করলে, ০ * ৭ মানে হলো ০ কে ৭ বার যোগ করা: ০ + ০ + ০ + ০ + ০ + ০ + ০ = ০। এখানেও ফলাফল ০।


"অস্তিত্ব বিলীন হয়ে যায় কেন" - এই প্রশ্নের উত্তরে বলা যায়, গুণ করার সময় আমরা একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দিয়ে 'স্কেল' করি বা পরিবর্তন করি। যখন আমরা ০ দিয়ে গুণ করি, তখন আমরা সবকিছুকে ০ এর স্কেলে নিয়ে আসি। তাই অন্য সংখ্যাটির আর কোনো অস্তিত্ব থাকে না, কারণ সবকিছু তখন ০ হয়ে যায়। ০ দিয়ে কোন সংখ্যা বা কত বড় সংখ্যাকে গুণ বা ভাগ করছি সেটা আর ম্যাটার করে না।


এরকম আরও প্রশ্ন

0 টি পছন্দ 0 টি অপছন্দ
ওয়াইফাই ইউজ করলে চার্জ কম যায় আবার মোবাইল ডাটা ইউজ করলে মোবাইলের চার্জ বেশি যায় কেন?
ওয়াইফাই ইউজ করলে চার্জ কম যায় আবার মোবাইল ডাটা ইউজ করলে মোবাইলের চার্জ বেশি যায় কেন?
0 টি পছন্দ 0 টি অপছন্দ
করলা পেকে গেলে কি করলার স্বাদ মিষ্টি হয়ে যায়?
0 টি পছন্দ 0 টি অপছন্দ
ম্যাক্সওয়েলের তত্ত্ব দিয়ে রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা ব্যাখ্যা করা হয়?

ম্যাক্সওয়েলের তত্ত্ব দিয়ে রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা ব্যাখ্যা করা হয়?


সাধারণ প্রশ্ন-উত্তর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে আপনি আপনার বিভিন্ন বিষয়ে ব্যক্তিগতসহ যেকোনো সমস্যার সমাধান চেয়ে প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নের উত্তর দিয়ে সহযোগীতা করতে পারবেন। আজই আমাদের সাথে শুরু করে দিন আপনার পথচলা।
...