ব্ল্যাক হোলের সব থেকে বাহিরের অংশ হচ্ছে ইভেন্ট হরাইজন। এই ইভেন্ট হরাইজনের ভিতরে একবার কোনো কিছু প্রবেশ করলে সেটা আর ফেরত আসতে পারে না সেটা যদি আলোও হয় তবুও।
কারণ ইভেন্ট হরাইজনের ভিতরে মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ এতো বেশি যে, সেখান থেকে আবার ফেরত আসতে হলে আলোর বেগের চেয়েও বেশি বেগে পালাতে হবে। কিন্তু আলোর বাস্তবে আলোর বেগই হচ্ছে সর্বোচ্চ বেগ, কোনো বস্তুর বেগ আলোর বেগের থেকে বেশি হওয়া সম্ভব নয়। যেহেতু আলোকে তার নিজের সর্বোচ্চ বেগের চেয়েও বেশি বেগে পালাতে হবে তাই আলো নিজেও ব্ল্যাক হোলের ভিতরে হারিয়ে যায়।
কারণ ইভেন্ট হরাইজনের ভিতরে মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ এতো বেশি যে, সেখান থেকে আবার ফেরত আসতে হলে আলোর বেগের চেয়েও বেশি বেগে পালাতে হবে। কিন্তু আলোর বাস্তবে আলোর বেগই হচ্ছে সর্বোচ্চ বেগ, কোনো বস্তুর বেগ আলোর বেগের থেকে বেশি হওয়া সম্ভব নয়। যেহেতু আলোকে তার নিজের সর্বোচ্চ বেগের চেয়েও বেশি বেগে পালাতে হবে তাই আলো নিজেও ব্ল্যাক হোলের ভিতরে হারিয়ে যায়।