এর কারণটা হলো ঘনত্ব। লোহার ঘনত্ব অনেক বেশি হওয়ার অনেক কম জায়গায় বা ছোট আকৃতিতেও অনেক বেশি পরিমাণ ওজন ধারণ করতে পারে। কিন্তু অন্যদিকে তুলার ঘনত্ব লোহার তুলনায় একেবারেই কম। তুলা অনেক হালকা আর ফাপা হওয়ার একই পরিমাণ উপাদান অনেক বেশি জায়গা দখল করে। ঠিক একারণেই এক তুলাকে এক কেজি লোহার থেকে হালকা মনে হয়।