Blue-Lined Octopus এর মতো কিছু অক্টোপাস প্রজাতি মিলনের পর স্ত্রী অক্টোপাস পুরুষটি অক্টোপাসকে খেয়ে ফেলে। এটাকে বলে Sexual Cannibalism. এটা শুধু অক্টোপাস নয় বরং আরও অনেক প্রাণির মধ্যেই দেখা যায় যেমনঃ কিছু প্রজাতির মাকড়সা, সাপ ইত্যাদি।
স্ত্রী অক্টোপাস কেন পুরুষ অক্টোপাসকে মিলনের পর খেয়ে ফেলে এর পিছনে কিছু কারণ আছে। স্ত্রী অক্টোপাস মিলনের সাধারণত ৪০ দিন পর ডিম পাড়ে। একবার ডিম পাড়ার পর তারা তাদের ডিমের যত্ন নেওয়া শুরু করে। এই সময়টা তারা কোনো খাবার খায় না। এমনকি তারা পরবর্তীতে তাদের বাচ্চাদের দেখাশোনার সময়টাতেই কিছু খায় না। তাই ডিম পাড়ার আগে তাদের যতটা সম্ভব খাবার খেতে হবে যাতে তারা পরবর্তীতে ব্রুডিংয়ের জন্য শক্তি সঞ্চয় করতে পারে। হতে পারে তাদের কয়েক মাস পর্যন্ত না খেয়ে থাকা লাগতে পারে।
আবার মিলনের পর পুরুষ অক্টোপাস সাধারণত কিছুদিন বাঁচে মাত্র। অপরদিকে স্ত্রী অক্টোপাসেরও পুষ্টি দরকার অনেক। এজন্যই স্ত্রী অক্টোপাস পুরুষ অক্টোপাসকে খেয়ে ফেলে।
তথ্যসুত্রঃ
https://www.npr.org/2025/03/23/nx-s1-5334490/male-octopuses-are-usually-killed-by-females-after-mating-now-they-may-have-found-a-way-out
স্ত্রী অক্টোপাস কেন পুরুষ অক্টোপাসকে মিলনের পর খেয়ে ফেলে এর পিছনে কিছু কারণ আছে। স্ত্রী অক্টোপাস মিলনের সাধারণত ৪০ দিন পর ডিম পাড়ে। একবার ডিম পাড়ার পর তারা তাদের ডিমের যত্ন নেওয়া শুরু করে। এই সময়টা তারা কোনো খাবার খায় না। এমনকি তারা পরবর্তীতে তাদের বাচ্চাদের দেখাশোনার সময়টাতেই কিছু খায় না। তাই ডিম পাড়ার আগে তাদের যতটা সম্ভব খাবার খেতে হবে যাতে তারা পরবর্তীতে ব্রুডিংয়ের জন্য শক্তি সঞ্চয় করতে পারে। হতে পারে তাদের কয়েক মাস পর্যন্ত না খেয়ে থাকা লাগতে পারে।
আবার মিলনের পর পুরুষ অক্টোপাস সাধারণত কিছুদিন বাঁচে মাত্র। অপরদিকে স্ত্রী অক্টোপাসেরও পুষ্টি দরকার অনেক। এজন্যই স্ত্রী অক্টোপাস পুরুষ অক্টোপাসকে খেয়ে ফেলে।
তথ্যসুত্রঃ
https://www.npr.org/2025/03/23/nx-s1-5334490/male-octopuses-are-usually-killed-by-females-after-mating-now-they-may-have-found-a-way-out