মহাবিশ্বে গ্যালাক্সির সংখ্যা কত? কত গুলো গ্যালাক্সি বা ছায়াপথ আছে এই ইউনিভার্সে?
মহাবিশ্বের সীমা এখনো জানা যায় নি তাই এই মহাবিশ্ব বা ইউনিভার্সে ঠিক কত গুলো গ্যালাক্সি আছে তা সঠিক বলা সম্ভব নয়। তবে বিজ্ঞানিদের মতে, আমাদের দৃশ্যমান মহাবিশ্বে অর্থাৎ আমরা যতদুর পর্যন্ত মহাকাশকে জানতে পেরেছি এই সীমার মধ্যে গ্যালাক্সির সংখ্যা প্রায় ১০০ থেকে ২০০ বিলিয়ন পর্যন্ত হতে পারে। আবার সমগ্র ইউনিভার্সের হিসাব করলে আনুমানিক ২ ট্রিলিয়নের মতো গ্যালাক্সি থাকার সম্ভাবনা থাকতে পারে।
এটা জাস্ট একটা আনুমানিক হিসাব, এর থেকেও অনেক বেশি হতে পারে। এর থেকেই বুঝা যায় আমাদের মহাবিশ্ব কতটা রহস্যে ঘেরা আর কত বিশাল।
132 টি প্রশ্ন
134 টি উত্তর
2 টি মন্তব্য
2 জন সদস্য