সাধারণ ডট নেটে আপনাকে স্বাগতম! রেজিষ্ট্রেশন করে আজই আমাদের পরিবারের সদস্য হয়ে যান...
avatar
0 টি পছন্দ 0 টি অপছন্দ

কিভাবে মহাজাগতিক গ্যাস মেঘ সৃষ্টি হয়?

1 টি উত্তর

avatar
0 টি পছন্দ 0 টি অপছন্দ

মহাজাগতিক মেঘ গুলো হিলিয়াম আর হাইড্রোজেনের মতো হালকা গ্যাস গুলো দিয়ে তৈরি। এই গ্যাস গুলো সাধারণ অবস্থায় ব্যাপন করতে পারে। আর অনেক পরিমাণে হিলিয়াম ও হাইড্রোজেনের মতো গ্যাস গুলো এক জায়গায় একত্রিক হয় তখন আমরা সেটাকে বলি মহাজাগতিক মেঘ। 


আর মহাজাগতিক মেঘে গ্যাসের ঘনত্ব এতোটাই বেশি হয় যে তখন সেখানে গ্রাভিটি কাজ করতে শুরু করে দেয়। তখন আসে পাশের গ্যাস গুলোকে সে নিজের দিকে টেনে নেয়। এভাবে গ্যাস ঘনত্ব যত বাড়তে থাকে গ্র্যাভিটিশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তিও তত বাড়তে থাকে। এভাবে বাড়তে বাড়তে যখন গ্রাভিটি অনেক বেড়ে যায় তখন এই গ্রাভিটিকে ইগ্নোর করে ব্যাপন আর হতে পারে না কারণ এই গ্যাস গুলো তখন আর স্টাবল পর্যায়ে থাকতে পারে না। এর ফলে গ্যাস গুলো এক জায়গায় জড়ো হয়ে থাকে বাহিরে যেতে পারে না। এই অবস্থাকে বলে Gravitational Collapse of Gas Clouds. আর গ্যাস ক্লাউডে গ্যাসের এই আন-স্টেবল বা অস্থিতিশিলতাকে বলে Jeans instability. 


Jeans instability সম্পর্কে বিস্তারিত জানতেঃ https://en.wikipedia.org/wiki/Jeans_instability


এরকম আরও প্রশ্ন

0 টি পছন্দ 0 টি অপছন্দ
মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে? [বিস্তারিত]
মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে?
0 টি পছন্দ 0 টি অপছন্দ
পৃথিবীতে কিভাবে দিন-রাত সৃষ্টি হয়?
দিন ও রাত কেন সংগঠিত হয় ব্যাখ্যা করো এবং দিন ও রাতের ছবি দাও।
0 টি পছন্দ 0 টি অপছন্দ
এক কেজি লোহাকে এক কেজি তুলার থেকে বেশি ভারী মনে হয় কেন?
0 টি পছন্দ 0 টি অপছন্দ
Dancing Pepper Effect কি? কেন হয়?
0 টি পছন্দ 0 টি অপছন্দ
গবেষণা বা থিসিস পেপার কিভাবে লিখতে হয়?
নতুন দের জন্য থিসিস পেপার লেখার টিপস কি?
সাধারণ প্রশ্ন-উত্তর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে আপনি আপনার বিভিন্ন বিষয়ে ব্যক্তিগতসহ যেকোনো সমস্যার সমাধান চেয়ে প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নের উত্তর দিয়ে সহযোগীতা করতে পারবেন। আজই আমাদের সাথে শুরু করে দিন আপনার পথচলা।
...