মহাজাগতিক মেঘ গুলো হিলিয়াম আর হাইড্রোজেনের মতো হালকা গ্যাস গুলো দিয়ে তৈরি। এই গ্যাস গুলো সাধারণ অবস্থায় ব্যাপন করতে পারে। আর অনেক পরিমাণে হিলিয়াম ও হাইড্রোজেনের মতো গ্যাস গুলো এক জায়গায় একত্রিক হয় তখন আমরা সেটাকে বলি মহাজাগতিক মেঘ।
আর মহাজাগতিক মেঘে গ্যাসের ঘনত্ব এতোটাই বেশি হয় যে তখন সেখানে গ্রাভিটি কাজ করতে শুরু করে দেয়। তখন আসে পাশের গ্যাস গুলোকে সে নিজের দিকে টেনে নেয়। এভাবে গ্যাস ঘনত্ব যত বাড়তে থাকে গ্র্যাভিটিশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তিও তত বাড়তে থাকে। এভাবে বাড়তে বাড়তে যখন গ্রাভিটি অনেক বেড়ে যায় তখন এই গ্রাভিটিকে ইগ্নোর করে ব্যাপন আর হতে পারে না কারণ এই গ্যাস গুলো তখন আর স্টাবল পর্যায়ে থাকতে পারে না। এর ফলে গ্যাস গুলো এক জায়গায় জড়ো হয়ে থাকে বাহিরে যেতে পারে না। এই অবস্থাকে বলে Gravitational Collapse of Gas Clouds. আর গ্যাস ক্লাউডে গ্যাসের এই আন-স্টেবল বা অস্থিতিশিলতাকে বলে Jeans instability.
Jeans instability সম্পর্কে বিস্তারিত জানতেঃ https://en.wikipedia.org/wiki/Jeans_instability